1. jmitsolution24@gmail.com : support :

প্রতিষ্ঠান পরিচিতি

ডেমো আদর্শ স্কুলে এন্ড কলেজটি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পাওয়ায় শিক্ষার হার দিন দিন বাড়ছে। সরকারি সুযোগ-সুবিধা থাকায় এখানকার সকল শ্রেনীর ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের জীবন-যাত্রার মান উন্নয়ন করতে পারছে। ডেমো আদর্শ স্কুলে এন্ড কলেজটি থেকে পড়ালেখা করে অনেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গঠন করেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অক্লাম্ত পরিশ্রমে প্রতিবছর ভাল ফলাফল করছে ছাত্রছাত্রীরা। মনোরম পরিবেশ ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা থাকায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে এসে পড়ালেখা করছে। ডেমো আদর্শ স্কুলে এন্ড কলেজটি এজন্যই শিক্ষিত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখছে দিনের পর দিন।

© All rights reserved © 2025
Developed BY JM IT SOLUTION